কয়েকদিন আগেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন সাও পাওলোর সাবেক কোচ দরিভাল জুনিয়র। সর্বাধিক বিশ্বকাপ জয়ী দলটির দায়িত্ব পেয়ে খুশি কোচ দরিভাল। দায়িত্ব নিয়েই সবাইকে জানিয়ে দিয়েছেন নেইমারকে ছাড়াই তাদের চলতে শিখতে হবে।
সাম্প্রতিক সময়ে ব্রাজিল দলের প্রাণ ভোমরা নেইমার। তাকে কেন্দ্র করেই দলটার যত পরিকল্পনা। কিন্তু হঠাৎ করে পাওয়া ইনজুরিতে নেইমার এখন দলের বাইরে। কবে ফিরবেন তারও নিশ্চয়তা নেই। ইনজুরি মুক্ত হলেই যে দলে ফিরতে পারবেন তারও ঠিক নেই। কেননা দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় ফিটনেস সমস্যা প্রকট হয়ে দেখা দিতে পারে।
বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল দলের অবস্থা তেমন স্বস্তিদায়ক নয়। দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দলের বিশ্বকাপ বাছাই পর্বে দেশটি ষষ্ঠ স্থানে রয়েছে। ছয় ম্যাচে মাত্র দুটো জয় তাদের। হেরেছে তিন ম্যাচে। আপাতত বিশ্বকাপ বাছাই পর্বের আর ম্যাচ নেই।
তবে দরিভালকে প্রথমেই নামতে হবে কোপা আমেরিকায়। এ টুর্নামেন্টেও নেইমারকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সে সম্পর্কে দরিভাল বলেন, নেইমার ইনজুরিতে আক্রান্ত। ফলে ব্রাজিলকে এখন নেইমারকে ছাড়াই এগিয়ে চলা শিখতে হবে। বিশ্বের যে তিনজন সেরা খেলোয়াড় রয়েছে তার মধ্যে নেইমার একজন। তবে যখন সে সুস্থ হবে তখন আমরা তাকে দল নেবে। নেইমার আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে যতক্ষণ সে সুস্থ এবং ফিট। গত অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলার সময় মারাত্মক আহত হন নেইমার। সেই থেকে ডাক্তারের অধীনে রয়েছে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ এই গোলদাতা।
নেইমারের সঙ্গে দরিভালের অতীত সম্পর্কটা কিন্তু স্বস্তিদায়ক নয়। একটা সময় নেইমার ও দরিভাল সান্তোসে ছিলেন। সে সময় তাদের মধ্যে সম্পর্কটা অনেকটা দা-কুমড়া ছিল।
২০১০ সালের ঘটনা এটি। এক ম্যাচে নেইমারকে তিনি বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। এ ঘটনায় চাকরি হারিয়েছিলেন দরিভাল। এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে দরিভাল বলেন, তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। সান্তোসে যা ঘটেছিল তা এখন অতীত। সান্তোস আমাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল, আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলাম। আমার কোনো সমস্যা ছিল না। আমাদের যখনই দেখা হয়েছে আমরা সবসময় ইতিবাচক ছিলাম।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















