ভাস্কোর বিপক্ষে হাফডজন গোল হজমের পর কোচ জেভিয়েরকে ছাঁটাই করেছিল নেইমারদের ক্লাব সান্তোস। সেই ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়া নেইমারকে নিয়ে সমালোচনা কম হয়নি। এবার নতুন কোচ হিসেবে আর্জেন্টাইন হুয়ান পাবলো ভইভোদাকে নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। ইএসপিএনের তথ্য অনুযায়ী, তার সঙ্গে ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তি করেছে সান্তোস।
৪৯ বছর বয়সী ভইভোদা জুলাই থেকে বেকার ছিলেন। এর আগে ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজায় চার মৌসুম দায়িত্ব পালন করে তিনি একাধিক শিরোপা জেতান। এবার সান্তোসের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। নতুন কোচের সঙ্গে যোগ দিচ্ছেন সহকারী নাহুয়েল মার্টিনেজ ও গাস্তোন লিয়েনদো, ফিটনেস কোচ লুইস আজপিয়াজু, গোলকিপার কোচ সান্তিয়াগো পিসিনিনি এবং মনোবিজ্ঞানী ক্রিশ্চিয়ান রদ্রিগেজ।
ফোর্তালেজায় ভইভোদার রেকর্ড নজরকাড়া। তার অধীনে ৩০৯ ম্যাচে ক্লাবটির জয় ছিল ১৪৪, ড্র ৭৭ এবং হার ৮৮। এই সময়ে তারা তিনবার (২০২১, ২০২২, ২০২৩) সেরেন্সে, দুবার (২০২২, ২০২৪) কোপা দো নর্দেস্তে জেতে। এছাড়া ২০২৩ সালে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতা কোপা সুল-আমেরিকানার ফাইনালে তুলেছিলেন দলকে, যদিও শিরোপা হাতছাড়া হয় এলডিইউর কাছে।
ফোর্তালেজার আগে ভইভোদা কাজ করেছেন নিউওয়েলস ওল্ড বয়েজ, ডিফেন্সা ই হুস্তিসিয়া, তায়েরেস, উরাকান ও ইউনিওন লা কালেরার মতো ক্লাবে। এবার চ্যালেঞ্জ সান্তোসে—যেখানে দলটি বর্তমানে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান লিগ টেবিলের ১৫তম স্থানে এবং অবনমন শঙ্কায় রয়েছে। আগামী রবিবার নতুন কোচের অধীনে বাহিয়ার মাঠে প্রথম ম্যাচ খেলবে সান্তোস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















