ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলোত্তির অধীনে এখনো মাঠে নামা হয়নি নেইমারের। নতুন কোচের অধীনে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল এ সময়ে দুই ম্যাচ খেলেছে। এর কোনটাইতেই ছিলেন না। ফলে ২০২৬ সালের বিশ্বকাপে নেইমারের খেলা হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে কোচ আনচেলোত্তি নেইমারের সমর্থকদের জন্য স্বস্তির খবর দিয়েছেন।
বিশ্বকাপ বাছাই পর্ব এখনো শেষ হয়নি। এরই মধ্যে ব্রাজিল চুড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। বাছাই পর্বের ম্যাচে না থাকলেও চূড়ান্ত নেইমার থাকবেন বলে বিশ্বাস আনচেলোত্তির।
রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ বলেন, বিশ্বকাপে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার। ওকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। সেই সময়ও তার সামনে রয়েছে। আমরা বিশ্বাস করি বিশ্বকাপে নেইমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নেইমার বর্তমানে শীর্ষ পর্যায়ের খেলা থেকে অনেক দূরে। প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে যোগ দিয়েছিলেন সৌদি আরবের ক্লাবে। তারপর ফিরেছেন ব্রাজিলে। ২০২৫ সালের শেষ সময় পর্যন্ত ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি তার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের সময় ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন নেইমার। তারপর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি ব্রাজিলিয়ান তারকার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















