বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন। গোলের পর গোল করেছেন। হয়েছেন আন্তজার্তিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার মালিক। সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনালদো এখন জাতীয় দলে খেলছেন। পর্তুগালের অনুর্ধ্ব-১৫ দলের হয়ে অভিষেক হয়েছে তার।
জাপানের বিপক্ষে খেলেছে পর্তুগাল। সেই ম্যাচে ৪-১ গোল জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচ হ্যাটট্রিক করেছেন রাফায়েল ক্যাবরাল। দলীয় কোচ ৫৪ মিনিটে ক্যাবরালকে তুলে নিয়ে জুনিয়র রোনালদোকে মাঠে নামান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের খেলা প্রসঙ্গে রোনালদো লিখেছেন, পর্তুগাল জাতীয় দলে তোমার অভিষেকের জন্য অভিনন্দন। তোমার জন্য আমি গর্বিত।
ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমান সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলেন। জুনিয়র রোনালদো একই ক্লাবের একাডেমিতে ফরোয়ার্ড হিসেবে খেলছেন।
মঙ্গলবারের ম্যাচটি ছিল পর্তুগাল ১৫ দলের প্রথম ম্যাচ। আগামী শুক্রবার তারা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















