ফিফা ক্লাব বিশ্ব কাপে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে নাস্তানাবুদ হয়েছে লা লিগার আতলেতিকো মাদ্রিদ। গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে পিএসজি ৪-০ গোলে জয় পেয়েছে। ফ্যাবিয়ান রুইজ, ভিতিনহা, সেনে মায়ুলু ও লি ক্যাং ইন গোল করেছেন। উভয়ার্ধে দুটো করে গোল পায় প্যারিস সেন্ত জার্মেই। তাদের মধ্যে শেষ দুই গোল হয় ৮৭ ও ৯৭ মিনিটে।
পিএসজি এ ম্যাচে ফ্রেঞ্চ তারকা ও ব্যালন ডি অরের অন্যতম দাবিদার ওসমানে দেম্বেলেকে ছাড়াই মাঠে নেমেছিল। উয়েফা নেশনস লিগে খেলার সময় আহত হওয়ায় এ ম্যাচে বাইরে ছিলেন তিনি। দেম্বেলে থাকলে আতলেতিকোকে আরও বড় লজ্জায় পড়তে হতো। কেননা এমনিতেই মাঠে পিএসজির একচ্ছত্র আধিপত্য ছিল।ম্যাচের ৭৪ ভাগ সময় তারা খেলা নিয়ন্ত্রণ করেছে। প্রতিপক্ষের জাল লক্ষ্য করে ১১টি শট নিয়েছে। সেখানে আতলেতিকো মাদ্রিদ মাত্র একটা শট নিয়েছে। তাদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ একবার জালে বলও ফেলেছিলেন। তবে পরে তা বাতিল করা হয়।
ঐতিহাসিক রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে দর্শকের ঢল নেমেছিল। বিশ্বকাপ শুরুর এক বছর আগে অনুষ্ঠিত এ ম্যাচ উপভোগে গ্যালারিতে হাজির হয়েছিলেন ৮০ হাজার দর্শক।
পিএসজি পরবর্তী ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর মুখোমুখি হবে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় ম্যাচে খেলবে মেজর সকার লিগের দল সিয়েটল সাউন্ডার্সের বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















