ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজ মাঠে অঘটন থেকে রক্ষা পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার রাতে বাছাই পর্বের খেলায় আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা, তবে জয়টা মোটেও স্বস্তিদায়ক ছিল না। শুরুতেই তারা পিছিয়ে পড়েছিল, আর দ্বিতীয়ার্ধে দেখেছে লাল কার্ড। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা গোল আর ব্রাডলি বারকোলার গোল তাদের জয় এনে দেয়।
এ জয়ের ফলে বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স শতভাগ জয়ের কীর্তি ধরে রেখেছে। দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। আর আইসল্যান্ড দ্বিতীয় স্থানে।
ম্যাচে দারুণ খেলেছেন কিলিয়ান এমবাপ্পে। এক গোল করেছেন আর অপর গোলের রূপকার হয়েছেন। এ ম্যাচের গোলের মাঝ দিয়ে বিশ্বকাপ জয়ী এ তারকা আন্তর্জাতিক ম্যাচে গোলের সংখ্যা ৫২ করেছেন। পেছনে ফেলেছেন ফ্রান্সের কিংবদন্তী থিয়েরি অঁরিকে। তবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হতে তাকে আরো ছয় গোল করতে হবে। তার থেকে পাঁচ গোল বেশি নিয়ে শীর্ষে রয়েছে অলিভার জিরুদ।
প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ফ্রান্সকে চমকে দেয় আইসল্যান্ড। ২১ মিনিট আন্দ্রি গুদজনসেন গোল করে আইনসল্যান্ডকে এগিয়ে নেন। বিরতির আগে পেনাল্টি থেকে গোল করে এমবাপ্পে খেলায় সমতায় ফেরান। আর ৬২ মিনিটে ফ্রান্স পায় জয়সূচক গোল।
ম্যাচের শেষ দিকে গোল না পাওয়ায় ফ্রান্স নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। এ সময় তারা একাধিক সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















