হোয়াও পেড্রোর জোড়া গোলের সুবাদে ফ্লুমিনেজকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে চেলসি। ২-০ গোলে জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি। উভয়ার্ধে একটি করে গোল পায় চেলসি। শিরোপা লড়াইয়ে ইংলিশ ক্লাবটি রিয়াল মাদ্রিদ অথবা প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে খেলবে। আজ দ্বিতীয় সেমিফাইনালে এই দল দুটো মুখোমুখি হবে।
২৩ বছর বয়সী পেদ্রো ১৯ মিনিটে প্রথম এবং ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করেন।
ফ্লুমিনেজের বিদায়ে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপ এখন অল ইউরোপিয়ান টুর্নামেন্টে রূপ নিয়েছে। সোজা কথায় এবারের টুর্নামেন্টের ফাইনাল হবে অল ইউরোপিয়ান ফাইনাল। এবারের ক্লাব বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া চারটি ব্রাজিলিয়ান ক্লাবই নক আউট পর্বে পৌঁছেছিল। এদের মধ্যে দুটো আবার দুটো খেলেছে কোয়ার্টার ফাইনালে। ফ্লুমিনেজের বিদায়ের মাঝ দিয়ে সব ব্রাজিলিয়ান ক্লাবের বিদায় হয়ে গেল।
চেলসির জয়ের নায়ক পেদ্রো এই ফ্লুমিনেজের তৈরি। ২০১৯ সালে তিনি ইংল্যান্ডে আসেন। খেলেন ওয়াটফোর্ড আর ব্রাইটনে। এবারই চেলসিতে আসেন। গত শুক্রবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন। এ ম্যাচে ছিলেন শুরু থেকেই। গোল করতে সময় নিয়েছেন মাত্র ১৮ মিনিট। তবে তার দ্বিতীয় গোলটি ছিল দর্শনীয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















