আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি শুরু হয়েছে এ মাসের শুরুতে। এর মধ্যে ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
যেমনটা প্রত্যাশা করা হয়েছিল আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা থাকবে। প্রকৃত ঘটনাও ঘটেছে তাই। স্বাগতিক এই তিন দেশ থেকে চাহিদা বেশি এসেছে। ফিফা জানিয়েছে, ২১২ টি দেশ থেকে টিকিটের চাহিদা এসেছে। যদিও এখনো বিশ্বকাপে কোন দলগুলো খেলবে তা পুরোপুরি এখনো চূড়ান্ত হয়নি।
আসন্ন বিশ্বকাপে ৪৮ টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে ২৮টি দেশের খেলা নিশ্চিত হয়েছে। আয়োজক তিন দেশের পাশাপাশি ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলাম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স থেকে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা এসেছে বলে ফিফা জানিয়েছে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আসন্ন বিশ্বকাপকে ঘিরে এমন উম্মাদনায় আমি অভিভূত। দুর্দান্ত আগ্রহ দর্শকদের।’
এদিকে কোন ম্যাচের টিকিটের জন্য চাহিদা সবচেয়ে বেশি সে ব্যাপারে ফিফা কিছুই জানায়নি। এর মধ্যে ৪১ লাখ দর্শক টিকিটের জন্য আবেদন জানিয়েছে। বিশ্বকাপে মোট ১০৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ জন্য বিক্রি হবে ৭১ লাখ টিকিট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















