ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বর্ষসেরা ফুটবল খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেছেন মোহাম্মদ সালাহ ও আলেশিয়া রুশো।
লিভারপুলের ইংশিল প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন মোহাম্মদ সালাহ। মৌসুম জুড়ে সালাহ ৩৩ গোল করেছেন, পাশাপাশি অবদান রেকছেন ২৩ গোলে। পুরস্কার হাতে নিয়ে সালাহ বলেন, এই পুরস্কার আমাকে গর্বিত করেছ। এটা আমার জন্য বিশেষ কিছু।’
সালাহ এবার নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার জয় করেছেন। ইংল্যান্ডের ফুটবল সাংবাদিকদের ভোটে নির্বাচিত হওয়া এই পুরস্কার সালাহ আগে ২০১৭-১৮ ও ২০২১-২২ মৌসুমে পেয়েছিলেন।
নারী ফুটবলে এই পুরস্কার পেয়েছেন আর্সেনালের অ্যালিসে রুসো। আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানোর পথে বড় ভূমিকা রেখেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে তিনি সাত গোল করেছেন। এই গোল সংখ্যা তাকে ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছে। কোনো ইংলিশ খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগে এটাই এক মৌসুমে সবচেয়ে বেশি গোল।
শনিবার নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। লিসবনে অনুষ্ঠিতব্য ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ বার্সেলোনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















