অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো ও ফ্রান্স। রবিবার রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-১ গোলে নরওয়েকে এবং মরক্কো ৩-১ যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আগামী ১৫ অক্টোবর তারা ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে খেলবে কলাম্বিয়া ও আর্জেন্টিনা। আগের দিন আর্জেন্টিনা ২-০ গোলে মেক্সিকোকে এবং কলাম্বিয়া ৩-২ গোলে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে।
গ্রুপ পর্বে দূর্দান্ত খেলা উপহার দিলেও মরক্কোর বিপক্ষে যুক্তরাষ্ট্র ছিল অনেকটা অসহায়। মরক্কোর আক্রমণে চিড়ে চ্যাপ্টা হওয়ার অবস্থা হয়েছিল তাদের। অথচ শেষ ষোলোর লড়াইয়ে ইউরোপিয়ান দল ইতালিকে তারা উড়িয়ে দিয়েছিল।
শুরুতে অবশ্য মরক্কোর সঙ্গে তাল মিলিয়ে লড়েছে তারা। ফলে মরক্কোকে গোল পেতে লম্বা একটা সময় অপেক্ষা করতে হয়েছে। ৩১ মিনিটে প্রথম গোল পায় দলটি। বিরতির আগেই যুক্তরাষ্ট্র গোল পরিশোধ করে। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করেন ক্যামবেল। দ্বিতীয়ার্ধে আত্মঘাতি গোলের সুবাদে মরক্কোর ব্যবধান দাঁড়ায় ২-০। শেষ সময়ে ইয়াসিন গোল করে মরক্কোর সেমিফাইনাল খেলা নিশ্চিত করেন।
গ্রুপ পর্বে নরওয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছিল। অপরাজিত দর হিসেবে নক আউটে প্রবেশ করেছিল। অন্যদিকে গ্রুপে তৃতীয় হয়ে নক আউটে খেলার সুযোগ পায় ফ্রা্স। শেষ ষোলোতে অবশ্য উভয় দল অতিরিক্ত সময়ের গোলের সুবাদে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তবে এখানে নরওয়েকে কোনো সুযোগ দেয়নি ফ্রান্স। ব্রোউব্রে ১৯ ও ৩৭ মিনিটে দুই গোল করে দলের জয়ের পথ সহজ করে দেন। ৮৩ মিনিটে নরওয়ে একটা সান্ত্বনা সূচক গোলের দেখা পায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











