মালয়েশিয়া ও আজারবাইজানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে হারের পরও বাংলাদেশ নারী ফুটবল দল যেন হার মানেনি। বাংলাদেশ মহিলা দলের কোচ, পিটার বাটলার তার শিষ্যদের লড়াকু মনোভাবকে প্রশংসা করেছেন এবং বলছেন, সীমাবদ্ধতার মাঝেও তারা অনুপ্রেরণার পরিচয় দেখাচ্ছে।
ম্যাচ পর সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমরা এমন দলের বিপক্ষে খেলেছি যারা প্রচুর ফান্ডিং পায়, পেশাদার লিগে খেলে এবং উন্নত সুযোগ-সুবিধা ভোগ করে। বিপরীতে আমাদের কোনো ট্রেনিং সুবিধা নেই, মানসম্মত জিম নেই, এমনকি কোনো লিগও নেই। আমাকে কী করতে বলছেন? আমি তো সেই জাদুকর নই যে টুপি থেকে সাদা খরগোশ বের করি।’
আজারবাইজানের বিপক্ষে হারের পরও কোচ সন্তুষ্ট শিষ্যদের প্রচেষ্টায়। তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম ম্যাচটা যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। মালয়েশিয়া ম্যাচের মতো পিছিয়ে না গিয়ে আমরা লড়াই করেছি। প্রচেষ্টা ও পরিকল্পনায় আমি তাদের পুরোপুরি মূল্য দিচ্ছি।’
টানা চার ম্যাচে হারের মধ্যেও দলের ইতিবাচক দিক খুঁজে দেখছেন বাটলার। তার কথায়, ‘আমরা হয়তো টানা আট ম্যাচও হারতে পারি। কিন্তু বাস্তবতা হলো, আমরা বাংলাদেশ। আজারবাইজানের মেয়েরা যেখানে লাখ লাখ ডলার আয় করে এবং নিয়মিত ইউরোপের দলের সঙ্গে খেলছে, সেখানে আমাদের মেয়েরা সীমাবদ্ধতার মাঝেও লড়াই দেখাচ্ছে।’
এশিয়া কাপের আগে মাত্র তিন মাস বাকি থাকলেও নির্দিষ্ট প্রস্তুতি সূচি না থাকলেও বাটলার চান, শক্তিশালী দলের বিপক্ষে খেলাই শিখন ও উন্নতির পথ। তার মতে, ‘হারলেও সমস্যা নেই, মূল হলো শিক্ষণীয় অভিজ্ঞতা পাওয়া।’ সীমাবদ্ধতা ভেদ করে লড়াই করার এই মানসিকতা হয়তো আগামী দিনে বাংলাদেশের মেয়েদের ফুটবলে নতুন আশা জাগাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















