সান্তিয়াগো বার্নাব্যুর মাঠে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে বার্সেলোনা। এই ম্যাচেই রেকর্ড গড়ে সবার নজর কেড়েছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। ম্যাচের ৭৭তম মিনিটে রাফিনিয়ার পাস থেকে দুর্দান্ত এক শটে রিয়ালের জালে বল জড়ান ইয়ামাল। চলতি মৌসুমে এটি ছিল তার পঞ্চম গোল, আর সব মিলিয়ে ১৪ ম্যাচে ৬ গোল ও ৭টি অ্যাসিস্টের মাধ্যমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন তিনি।
ইয়ামালের গোলটি এল ক্লাসিকোতে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই গোলের মাধ্যমে তিনি এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন। গোলের সময় ইয়ামালের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন, যা আগের রেকর্ডধারী বার্সার সাবেক ফরোয়ার্ড আলফোনসো নাভারোকে পেছনে ফেলে দিয়েছে। নাভারোর বয়স ছিল ১৭ বছর ৩৫৬ দিন, যখন তিনি প্রথমবার এল ক্লাসিকোতে গোল করেন।
ইয়ামালের গোল উদ্যাপনও ছিল বেশ আলোচিত। রিয়াল মাদ্রিদের সমর্থকদের চোখে কাঁটা হয়ে দেখা দিয়েছিল ইয়ামালের উদ্যাপন, কারণ তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত ‘কালমা’ উদ্যাপনটি করেন। এই উদ্যাপনে এক হাত তুলে ইশারা দিয়ে শান্ত থাকার বার্তা দেওয়া হয়, যা রোনালদোর ‘সিআর সেভেন’ পরিচয়ের সঙ্গে সমার্থক। ইয়ামালও ঠিক এমনভাবেই বার্নাব্যুতে উদ্যাপন করে যেন রোনালদোর জনপ্রিয় উদ্যাপনকে স্মরণ করিয়ে দেন।
গোল উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ইয়ামাল ক্যাপশনে লিখেছেন, “কালমা, অভিযান সম্পন্ন।” ম্যাচ শেষে তিনি বলেন, “আমি বলতে চাই, বার্সা দীর্ঘজীবী হও। আমরা লা লিগা জেতার জন্য ঝাঁপিয়ে পড়ব।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















