স্প্যানিশ ফুটবল ফেডারেশন ব্যতিক্রমী এক উদ্যোগ নিতে যাচ্ছে। লা লিগার কিছু ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের পরিকল্পনা করছে। আগামী ডিসেম্বরে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ রয়েছে বার্সেলোনার। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজন করতে চায়। শেষ পর্যন্ত যদি এই উদ্যোগ সফল হয় তাহলেও ইউরোপের কোনো ঘরোয়া ম্যাচ এই প্রথম বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চায়। সে জন্য তারা ফিফা ও উয়েফার অনুমতি চাইবে। এই ভেনু্য আবার বিশ্বকাপের জন্য নির্ধারিত। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের সাতটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। পূর্ব সূচী অনুসারে আগামী ২১ ডিসেম্বর ভিয়ারিয়ালের এস্তাদিও দে লা সেরামিকায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সাম্প্রতিক বছরগুলোতে ইতালিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের ম্যাচ বিদেশে অনুষ্ঠিত হচ্ছে। তবে ফিফার নিয়ম অনুযায়ী ঘরোয়া লিগের ম্যাচে বিদেশে আয়োজন করা যায় না। গত বছর লা লিগা বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের ম্যাচটি মায়ামিতে আয়োজনের কথা বলেছিল। কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে পরিকল্পনাটি বাতিল করা হয়।
এদিকে স্প্যানিশ ফুটবলের সমর্থক সংস্থা আবার বার্সেলোনা ও ভিয়ারিয়ালের সমর্থক গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে এই পরিকল্পনার বিরোধিতা করেছে। এক যৌথ বিবৃতিতে তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া কাউন্সিলকে এই পাগলামি বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















