গতকাল শুক্রবার ছুটির দিনেও জমজমাট ছিল দেশের ফুটবল অঙ্গন। শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিনে ১৯ জনের আংশিক স্কোয়াড রিপোর্টিং করেছেন সন্ধ্যায়। তাদের মধ্যে একমাত্র প্রবাসী হিসেবে যুক্ত হয়েছেন আমেরিকান-বংশোদ্ভূত ডিফেন্ডার জায়ান আহমেদ, যিনি সদ্য শেষ হওয়া ট্রায়াল থেকেই সুযোগ পেয়েছেন।
সাংবাদিকদের আগ্রহ থাকলেও জায়ানকে গণমাধ্যমের সামনে আনা হয়নি। গণমাধ্যমে কথা বলেন জাতীয় দলে খেলা শাকিল আহাদ তপু এবং দলের ম্যানেজার শাহীন হাসান। কিংস ও আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ থাকার কারণে আরও কয়েকজন ফুটবলার পরে ক্যাম্পে যোগ দেবেন বলে জানান ম্যানেজার। “যতটুকু জানি কিংসের ফুটবলাররা বাহরাইনে জয়েন করবে সরাসরি।”
বসুন্ধরা কিংস কাতারে খেলা শেষ করে সরাসরি বাহরাইন যাবে। ঢাকায় ফিরে আবার বাহরাইন যাওয়ার ঝক্কি এড়াতেই এমন সিদ্ধান্ত।
আংশিক স্কোয়াড ঘোষণার পেছনে কারণ জানিয়ে শাহীন বলেন, “অনূর্ধ্ব-২৩ দলের স্কোয়াডটা হবে ২৯ জনের। এর মধ্যে ৪ জন প্রবাসী তারা পর্যায়ক্রমে যোগদান করবেন।” জানা গেছে, বাকি প্রবাসীরা হলেন ফাহমিদুল, কিউবা মিচেল ও তানিল সালিক। ফলে ট্রায়াল থেকে শুধু জায়ান আহমেদই সুযোগ পেয়েছেন।
টিম হোটেলে উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও অনূর্ধ্ব-২৩ দলের কোচ সাইফুল বারী টিটু। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। “মামুন ভাই এই দলেই কাজ করবেন। তার সঙ্গে মিশু ভাইও থাকবেন”— জানান শাহীন।
তপু বলেন, “দেশের হয়ে যে কোনো পর্যায়ে খেলা গর্বের। … ফিটনেস নিয়ে তেমন সমস্যা হবে না।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















