বিশ্বকাপ বাছাই পর্বের এশিয়া অঞ্চলের দ্বিতীয় রাউন্ডের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।
বাছাই পর্বে বাংলাদেশ ‘আই’ গ্রুপে খেলছে। বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। মেলবোর্নে এ ম্যাচটি আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২১ নভেম্বর। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লেবাননা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ যে ছয়টি ম্যাচ খেলবে তার দু’টি ম্যাচ খেলবে ২০২৩ এ। দু’টি ম্যাচই চলতি মাসে অনুষ্ঠিত হচ্ছে।
বাছাই ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ মোট ছয়টি ম্যাচ খেলবে। আগামী মার্চে পরবর্তী দুই ম্যাচে মাঠে গড়াবে। জুনে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।
ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকতে পারলে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। শীর্ষ দুইয়ে থাকতে ব্যর্থ হলে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শেষ হবে বাংলাদেশের। সে ক্ষেত্রে বাংলাদেশ এশিয়া কাপ বাছাই পর্বে সরাসরি তৃতীয় রাউন্ডে খেলবে।
প্রাথমিক দল:
মিতুল মারমা, মোঃ মেহেদী হাসান শ্রাবণ, মোঃ পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক রায়হান কাজি, মোঃ রহমত মিয়া, আলমগীর মোল্লা, মোঃ ইসা ফয়সাল, মোঃ শাকিল হোসেন, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান, সোহেল রানা, শেখ মোরসালিন, মোঃ রিদয়, মোঃ সোহেল রানা, মোঃ মজিবর রহমান জনি, মোহাম্মদ রবিউল হাসান, চন্দন রয়, জামাল ভূইয়া, জায়েদ আহমেদ, রাকিব হোসেন, সুমন রেজা, মোহাম্মদ রহিম উদ্দিন, মোঃ ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রয়, আরমান ফয়সাল আকাশ, মোঃ রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















