ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে গত আসরের রানার্সআপরা জয় দিয়ে তাদের এবারের মিশন শুরু কয়েছে। উত্তর রাইন ওয়েস্টফালিয়ায় অবস্থিত ভেলটিন্স অ্যারেনায় ১৩তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদে খেলা মিডফিল্ডার জুডে বেলিংহাম।
বুকোয়া সাকার বাড়ানো পাস থেকে শিরোপার অন্যতম দাবীদার ইংল্যান্ডকে এগিয়ে দেন বেলিংহাম। গ্যারেথ সাউথগেটের শিষ্যরা পরে আর কোন গোল করতে পারেনি।
এই এক গোলের পরই ম্যাচের সব উত্তেজনা যেন শেষ হয়ে যায়। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর সার্বিয়ার রক্ষণে তেমন চাপ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। ১৩ মিনিটে লিড নেয়ার পর ম্যাচের বাকিটা সময়ে মাত্র পাচবার তারা গোলবারে শট নিতে পেরেছে। এর মধ্যে তিনটি শট ছিলো গোলবার লক্ষ্য করে।
অবশ্য ইংল্যান্ডের জমাট রক্ষণের কারণে সার্বিয়াও বিপজ্জনক কোন পরিস্থিতি তৈরি করার সুযোগ পায়নি। ফলে ম্যাচটি একেবারে ম্যাড়ম্যাড়েভাবে শেষ হয়েছে।
সার্বিয়া বেশ কয়েকবার উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। এইক্ষেত্রে তাদের মূল ভরসা ছিল আলেক্সান্ডার মিত্রোভিচের উপরে। কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে খেলা এই তারকা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















