অনূর্ধ্ব-১৭ বিশ্ব যুব ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। আজ মঙ্গলবার ভেনেজুয়েলাকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠেছে। আগামী ২৪ নভেম্বর চির প্রতিদ্বন্দ্বী দুই দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে।
লিওনেল মেসির দেশের ভবিষ্যত তারকারা ভেনেজুয়েলাকে দাঁড়াতেই দেয়নি। ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারা। এবারের টুর্নামেন্টে আর্জেন্টিনার এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।
ম্যাচে জোড় গোল করেছেন অগাস্টিন রুবের্তো। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ৭৮ মিনিটে ম্যাচের শেষ গোলটিও করেন তিনি। এই দুই গোলের সুবাদে পাঁচ গোল নিয়ে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন।
বড় ব্যবধানে জয় পেলেও আর্জেন্টিনা প্রথম এগিয়ে যায় আত্মঘাতি গোলের সুবাদে। ১৫ মিনিটে প্রথম গোলের পর লোপেজ ২২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। ইচেভেরি ৩২ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন অগাস্টিন রুবের্তো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















