ইন্টার মায়ামির সমর্থকরা অবশেষে জয়ের হাসি হাসতে পেরেছে। একের পর এক ম্যাচে পয়েন্ট হারানোয় তাদের মুখ থেকে যেমন হাসি উধাও হয়েছিল তেমনি পয়েন্ট টেবিলে নিচের দিকে নামছিল। বুধবার রাতে সেই অবনমন থেমেছে। ফ্লোরিডায় অনুষ্ঠিত মেজর সকার লিগে সিএফ মন্ট্রিলের বিপক্ষে জয় পেয়েছে তারা। ৪-২ গোলে জয়। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ দুটো করে গোল করেছেন।
সব ধরণের প্রতিযোগিতায় পয়েন্ট হারানোর ইন্টার মায়ামির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল। কখনো হার, কখনো ড্র। শেষ পর্যন্ত জয়। গত ৯ ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। মেসি ২৭ ও ৮৭ মিনিটে গোল করেন। ৬৮ ও ৭১ মিনিটে গোল করেন সুয়ারেজ। গত ৩ মের পর সুয়ারেজ এই প্রথম গোলের দেখা পেলেন।
এ জয়ের ফলে মায়ামির পয়েন্ট ১৪ ম্যাচে ২৩। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সপ্তম। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে তাদের পয়েন্টের পার্থখ্য সাত। তবে ফিলাডেলফিয়া একটা ম্যাচ বেশি খেলেছে।
এ ম্যাচটা মায়ামির সমর্থকদের মুখে যেমন হাসি ফুটিয়েছে, তেমনি দুঃশ্চিন্তা এনেছে। ইহোর্দি আলবা, গনজালো লুজান আর টমাস আভিলেস ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তিনজনেই প্রথমার্ধে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















