বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির হাত ধরে ইন্টার মায়ামির আরও এক কীর্তির দ্বোরগোড়ায়। মায়ামির ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো তারা মেজর লিগ সকার ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে পৌঁছেছে। সোমবার ভোরে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা এফসি সিনসিনাটিকে ৪-০ গোলে হারিয়েছে। মেসি গোল করেছেন এবং গোল করিয়েছেন। সতীর্থদের করা তিনটি গোলেরই রূপকার ছিলেন মেসি।
১৯ মিনিটে মেসি মাতেও সিলভেত্তির কাছ থেকে বল পেয়ে হেডে গোল করেন। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে ছিল মায়ামি। দ্বিতীয়ার্ধে ১৭ মিনিটের ব্যবধানে একে তিনবার সিনসিনাটির জালে বল পাঠায় মেসির দল। ৫৭ মিনিটে মাতেও সিলভেত্তি এবং ৬২ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন তাদেও অ্যালেন্দে।
এ ম্যাচে গোল করে ও গোল করিয়ে আরও একটা রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছেন মেসি। একক মৌসুমে এমএলএস প্লেঅফে ১২ গোলে অবদান তার। ছয় গোল ও ছয় গোলে রূপকার।
২০২৫ মৌসুমের নিয়মিত খেলায় এই সিনসিনাটির কাছে বিধ্বস্ত হয়েছিল মায়ামি। নিজেদের মাঠের খেলায় গোলশূন্য ড্র করেছিল। আর অ্যাওয়েতে হেরেছিল ৩-০ গোলে। এবার তারই যেন প্রতিশোধ নিল মায়ামি।
এ জয়ের ফলে শিরোপা থেকে আর মাত্র দুই ধাপ দূরে মেসিরা। ফিলাডেলফিয়া ইউনিয়ন ও নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে তারা ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে খেলবে। তারপর ওয়েস্টার্ন কনফারেন্সের জয়ী দলের সঙ্গে চূড়ান্ত লড়াই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















