বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে ৩-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিন। আজ শনিবার সকালে এক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রে মুখোমুখি হয়েছিল দল দুটো। তবে মেসি মাঠে ছিলেন না, ছিলেন গ্যালারিতে। মেসিহীন ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছে।
যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভোরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচের ফলাফল ম্যাচের প্রকৃত চিত্র তুলে ধরছে না। ম্যাচে একটি মাত্র গোল হলেও আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল আর্জেন্টিনা। ৭৭ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ১৭টি নেয় প্রতিপক্ষের গোলমুখে। এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। একমাত্র গোলটি করেন জিওভান্নি লো সেলসো।
আর্জেন্টিনার গোল সংখ্যা বড় না হওয়ার একমাত্র কারণ ভেনেজুয়েলার গোলরক্ষক হোসে কন্ত্রেরাস। চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। একের পর এক গোল রক্ষা করেছেন। অন্তত দশটি শট ঠেকিয়েছেন। তার মধ্যে দ্বিতীয়ার্ধে তার ওপর দিয়ে আক্রমণের স্টিম রোলার চালিয়েছিল আর্জেন্টিনা। এ সময়ে অন্তত ১০টি শট রুখে দিয়েছেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঢল নামিয়েছিল আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে তারা প্রথম সুযোগ তৈরি করে। লাউতারোর চেষ্টা তিনি বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন। ২৯ মিনিটে ভেনেজুয়েলা প্রথম সুযোগ পায়। মেনদোজার বাড়ানো বল বাতাসে ভেসে দ্বিতীয় বারে প্রায় ফাঁকায় থাকা মার্কোসের মাথায় আসে। মাথা ও বলে সংস্পর্শ হয়েছে ঠিকই, তবে সেখানে জ্যামিতির মাপটা ঠিক না হওয়ায় বল বাইরে চলে যায়। এর পরপরই কাউন্টার অ্যাটাকে আলভারেজ ও লাউতারোর চমৎকার বোঝাপড়ায় বল পেয়ে যান লো সেলসো। সুযোগটি নষ্ট করেননি তিনি। বাঁ পায়ের জোরালো নিচু শটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
পরে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছে আর্জেন্টিনা, তবে এই এক গোলেই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে।
আগামী ১৪ অক্টোবর আর্জেন্টিনা দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে। একই মাঠে পুয়ের্তো রিকো তাদের প্রতিপক্ষ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















