ম্যানচেস্টার ইউনাইটেড নামটি একসময় মানেই ছিল অদম্য এক দল, যারা জয় ছাড়া মাঠ ছাড়তে জানত না। কিন্তু সেই গৌরবময় সময় এখন কেবল অতীতের স্মৃতি। মাঠের ফুটবলে ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে রেড ডেভিলরা। উন্নতির আভাস নেই তেমন। তবে অর্থনৈতিক দিক থেকে ভিন্ন চিত্র—আয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছে ইংলিশ ক্লাবটি।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ঘোষিত আর্থিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত মৌসুমে ইউনাইটেডের আয় দাঁড়িয়েছে ৬৬ কোটি ৬৫ লাখ পাউন্ডে (প্রায় ৯০ কোটি ৯ লাখ মার্কিন ডলার), যা আগের মৌসুমের চেয়ে ০.৭ শতাংশ বেশি। তবে রাজস্ব বাড়লেও সার্বিকভাবে ক্ষতি এড়াতে পারেনি তারা। গত মৌসুমে ক্লাবটির ক্ষতি দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ পাউন্ডে।
ইউনাইটেডের জন্য ইতিবাচক দিক হলো, ক্ষতির পরিমাণ ক্রমেই কমছে। আগের মৌসুমে যেখানে পরিচালন ক্ষতি ছিল ৬ কোটি ৯৩ লাখ পাউন্ড, সেখানে তা নেমে এসেছে ১ কোটি ৮৪ লাখে। সার্বিক ক্ষতিও এক বছরে ১১ কোটি ৩ লাখ থেকে নেমে এসেছে ৩ কোটি ৩০ লাখে।
তবে মাঠের ব্যর্থতা আর্থিক দিকেও প্রভাব ফেলেছে। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারায় প্রায় ৫ কোটি পাউন্ড হারিয়েছে তারা। প্রিমিয়ার লিগে গত মৌসুমে ছিল টানা ৫১ বছরের মধ্যে সবচেয়ে হতাশাজনক অবস্থানে। এর ফলেই চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নেই ইউনাইটেড। নতুন মৌসুমের শুরুটাও ভালো হয়নি।
সব প্রতিকূলতার মাঝেও রাজস্ব বৃদ্ধিতে সন্তুষ্ট ক্লাবের প্রধান নির্বাহী ওমার বেরাদা। তিনি বলেন, “২০২৫-২৬ মৌসুমকে সামনে রেখে আমরা স্থিতিশীলতার দিকে এগোচ্ছি। ক্লাবের প্রতিটি ক্ষেত্রে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছি। মাঠের ফুটবলের জন্য ছেলেদের ও মেয়েদের মূল দলে এ গ্রীষ্মে কিছু গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে। দীর্ঘমেয়াদী দল গঠনের প্রক্রিয়া নিয়ে আমরা আশাবাদী।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















