ম্যানচেস্টার ডার্বিকে এখন আর ঠিক ডার্বি বলা যায় না। কেননা এই ডার্বিকে ঘিরে আগের সেই উত্তেজনা এখন আর নেই। থাকবেই বা কিভাবে- ম্যানচেস্টার ইউনাইটেড যে নিজেকে হারিয়ে খুঁজছে। রোববার রাতে অনুষ্ঠিত ম্যানচেস্টার ডার্বিতে তাই খুঁজে পাওয়া যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৩-০ গোলে হেরেছে তারা। আর্লিং হালান্ড জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেছেন ফিল ফোডেন।
ম্যানইউয়ের বিপক্ষে এ ম্যাচ জয়ে একটা বড় বাধা পার হয়েছে পেপ গার্দিওলার দল। তবে ট্রেবল জয়ী দলটি এখনো পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের দেখা পাচ্ছে না। বরং তাদেরকে তিনে ঠেলে দিয়েছে টটেনহাম হস্পার ও আর্সেনাল। টটেনহাম ১০ খেলা থেকে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৪। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে ম্যানচেস্টার সিটি তিন নম্বরে। দুটো ম্যাচ হেরে যাওয়ায় ম্যানসিটির এমন অবস্থা।
ম্যানইউ গত চার ম্যাচে এই প্রথম হারলো। তারপরও পয়েন্ট টেবিলে তাদের অবস্থা বেশ নাজুক। ১৫ পয়েন্ট অষ্টম স্থানে তারা।
ম্যানচেস্টার ডার্বি গত কয়েক বছর ধরে একপেশে হয়ে গেছে। গত আট ম্যাচের ছয়টিতেই সিটিজেনরা জয় পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য এখন আর খেলোয়াড়দের ওজনে নয় ক্লাবের নামের ওজনে চলছে।
২৬ মিনিটে পেনাল্টি গোলে ম্যানইউ প্রথমে পিছিয়ে পড়ে। রদ্রিকে রাসমাস হোলুন্ড অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টি পায় ম্যানসিটি। ভিএআর দেখে রেফারি এ সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে হালান্ড গোল করে দলকে এগিয়ে নেন। এটা ছিল হালান্ডের একাদশতম গোল।
বিরতির পরপরই ম্যানসিটি তাদের দ্বিতীয় গোল পায়। বার্নার্ডো সিলভার পাস থেকে হালান্ড গোলটি করেন। খেলার শেষ দিকে ফিল ফোডেন স্কোরশিটে নাম লেখান।
ম্যাচ শেষে হালান্ড বলেন, অসাধারণ। দারুণ এক জয় পেয়েছি আমরা। ম্যাচটি যেমন ভালো ছিল তেমনি প্রতিপক্ষও।’
বার্নার্ডো সিলভা বলেন, নিশ্চিতভাবে এটা একটা সেরা জয়। অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে জয় দারুণ ব্যাপার। আমার মনে হয় নিশ্চিতভাবে এটা আমাদের সেরা পারফরম্যান্স।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















