সেই মেক্সিকো। সেই ধারাবাহিকতায় আবার যুক্তরাষ্ট্রের হার। আবার শিরোপা জয় থেকে বঞ্চিত। শিরোপা উৎসব মেক্সিকোর। রোববার রাতে কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে মেক্সিকো শিরোপা জয় করেছে। রেকর্ড দশম শিরোপা জয় এটি মেক্সিকোর।
দুর্ভাগ্য যুক্তরাষ্ট্রের। ম্যাচের শুরুতে গোল করেও তারা শিরোপার নাগাল পায়নি। ম্যাচের চতুর্থ মিনিটে ক্রিস রিচার্ডসের গোলে এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবাস্তিয়ান বারহল্টারের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড করে ক্রিস রিচার্ডস দলকে এগিয়ে নেন। এ গোল হজমের মাঝ দিয়ে মেক্সিকোর ৩৮৭ মিনিট গোল না হজমের কীর্তিতে দাঁড়ি পড়ে যায়। তাছাড়া গোল্ড কাপ ফাইনালের ইতিহাসে এটি দ্রুততম গোল।
ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র। ২৭ মিনিটে মেক্সিকো খেলায় সমতা ফিরিয়ে আনে। রাউল জিমেঞ্জ করেন গোলটি। টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল।
ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল মেক্সিকোর। যোগ্য দল হিসেবে তার শিরোপা জয় করেছে। মেক্সিকোর ১৬ শটের বিপরীতে যুক্তরাষ্ট্র শট নিয়েছে ছয়টি। কর্নার কিক মেক্সিকো পেয়েছে ১২টি, যুক্তরাষ্ট্র কোনো কর্নার পায়নি। তাছাড়া মেক্সিকো আটটি শট যুক্তরাষ্ট্রের পোস্টে রাখতে পেরেছে। যুক্তরাষ্ট্রের সাফল ছিল তিন শটে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















