অসাধারণ এক সময় পার করছেন আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। এরই মধ্যে ক্লাব ও জাতীয় দলের হয়ে ইতিহাস গড়েছেন। যে কীর্তি লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো বা অন্যদের নেই। মাত্র ২৩ বছর বয়সে সেই কীর্তির অধিকারী হয়েছেন এই আর্জেন্টাইন। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই বছর ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ এবং বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন।
এ সময়ে আলভারেজ ক্লাব ফুটবলে সতীর্থ হিসেবে পেয়েছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় আর্লিং হালান্ডকে। আর জাতীয় দলে পেয়েছেন আটবারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসিকে। একই সঙ্গে দুই সেরা খেলোয়াড়ের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করাকে ‘স্বপ্ন’ পূরণের সঙ্গে তুলনা করেছেন আলভারেজ।
২৩ বছর বয়সী আলভারেজ দুই তারকা খেলোয়াড়ের সঙ্গে অনুশীলনের সুযোগ পাওয়াকে দারুণ সুযোগ বলে অভিহিত করেছেন। ইএসপিএনের সঙ্গে এক সাক্ষাতকারে আলভারেজ বলেন, ’সেরাদের সঙ্গে খেললে এবং অনুশীলন করলে আপনাকে আরো ভালো খেলতে উজ্জ্বীবিত করবে। অনেক কিছু শেখা যাবে। একজন খেলোয়াড় হিসেবে তাদের সঙ্গে থাকা এবং বেড়ে ওঠা একটা স্বপ্নের মতো।
আর্জেন্টাইন তারকা আলভারেজ ম্যানসিটিতে তার প্রথম মৌসুমে ১৭ গোল করেন। এ মৌসুমে ১৭ ম্যাচে অংশ নিয়ে সাত গোল করেছেন। আর পাঁচ গোলের রূপকার হয়েছেন।
আলভারেজ বিশ্বাস করেন এ বছরও ম্যানসিটি ভালো করার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা প্রিমিয়ার লিগে নেতৃত্ব দিচ্ছি। চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থানে রয়েছি। মৌসুমের প্রথম কয়েক মাস আমাদেরকে ইনজুরির কারণে ভুগতে হয়েছে। তারপরও আমরা ভালো করেছি। প্রতি বিভাগেই আমরা লড়াই করছি। এফএ কাপেও আমরা ভালো করছি। তবে গত মৌসুমের মতো ট্রফি জয়ের লড়াইটা এবার কঠিন হয়ে উঠতে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















