ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংলিশ সমর্থকরা এখন হাত কামড়াতেই পারে। গত জুলাইয়ে ম্যানইউ তাদের তারকা খেলোয়াড় মার্কাস রাশফোর্ডকে বার্সেলোনায় পাঠিয়েছিল ধারে খেলার জন্য। ইংল্যান্ডের মাটিতে বার্সেলোনার হয়ে সেই রাশফোর্ড ইংলিশ সমর্থকদের হতভম্ব করেছেন। জোড়া গোল করেছেন তিনি। আর তার সুবাদে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করেছে বার্সেলোনা। পেয়েছে ২-০ গোলে জয়।
বার্সেলোনার এ জয়ে রাশফোর্ডের অভিষেকটা স্মরণীয় হয়ে থাকলো। বার্সেলোনার হয়ে এ ম্যাচেই প্রথমবারের মতো স্কোরশিটে নাম লেখালেন তিনি। তাও চ্যাম্পিয়ন্স লিগের হয়ে। একটা কীর্তিও গড়েছেন তিনি। হ্যারি কেনের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের বাইরের ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের বিপক্ষে জোড়া গোল করলেন তিনি।
ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে জুলস কুন্দের ডান দিক থেকে যে ক্রস করেন তাতে বুলেট গতির হেডে গোল পান তিনি। ১০ মিনিট পর আবার গোল করেন তিনি। এ গোলটি দেখে বার্সেলোনার ভক্তদের পাশাপাশি ধারাভাষ্যকারও অভিভূত। তিনি তো বলেই ফেললেন, এবারের চ্যাম্পিয়ন্স লিগে মৌসুম সেরা গোলের তালিকায় থাকবে এটি।’
নিউক্যাসল গোলরক্ষক পোপ ডান দিকে ঝাঁপিয়েছিলেন শটটি ঠেকাতে। কিন্তু এবারও ধারাভাষ্যকারের প্রশংসা। তিনি বলেন, গোলরক্ষকের ঝাঁপ দেওয়ার দরকার ছিল না। কেননা গোলটি ছিল নিখুঁত।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্বাগতিক সমর্থকদের জাগিয়ে তোলেন অ্যান্থনি গর্ডন। ব্যবধান কমান। কিন্তু অতিরিক্ত সাত মিনিট পেলেও স্বাগতিক দল আর কিছু করতে পারেনি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















