রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা- স্প্যানিশ এই দুই ক্লাবের সম্পর্কটা সাপে নেউলে। মাঠে যেমন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী তেমনি মাঠের বাইরেও। এক ক্লাবের খেলোয়াড়ের মুখে অন্য ক্লাবের প্রশংসা কখনোই স্থান পায় না, বরং একে অপরের সমালোচনায় মেতে থাকে ক্লাব দুটো। কিন্তু এবার ঘটলো ভিন্ন ঘটনা। রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই বার্সেলোনার খেলোয়াড়ের প্রশংসা করেছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো।
আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে মাস্তানতুয়ানো রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। নিজের ১৮তম জম্মদিনে আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেন মাস্তানতুয়ানো। আর্জেন্টিনার এই তরুণকে ভবিষ্যত তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। রিয়াল মাদ্রিদও তাকে নিয়ে বেশ আশাবাদী। তবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে ভিন্নরকম কথা বলেছেন মাস্তানাতুয়ানো। রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার সাবেক অধিনায়ক লিওনেল মেসির প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, আমার চোখে বিশ্বের সেরা খেলোয়াড় বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। সংবাদ সম্মেলনে শৈশবের স্বপ্নপূরণের কথাও প্রকাশ করেছেন। অনেক প্রশ্ন উত্তরের পর শেষ দিকে তাকে জিজ্ঞাসা করা হয়- তার চোখে সেরা ফুটবলার কে? এ প্রশ্নের উত্তরে মোটেও দেরি করেননি। তিনি বলেন, আমার কাছে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি। আমি আর্জেন্টাইন, আর আমার চোখে তিনিই সেরা।
এর আগে রিয়ালের কোনো ফুটবলার মেসি বা বার্সেলোনার কোনো খেলোয়াড়ের প্রশংসা করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের হেনস্থা ও হুমকির শিকার হয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











