সৌদি প্রো লিগের ২০২৪-২৫ মৌসুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে রহস্য জাগিয়ে তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার আল-নাসরের হয়ে শেষ লিগ ম্যাচ খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্টে লেখেন, “একটি অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।” এই কথার সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের আল-নাসরের জার্সি পরিহিত একটি ছবি।
রোনালদোর এই পোস্ট ঘিরে মুহূর্তেই গুঞ্জন ছড়িয়ে পড়ে—তিনি কি তবে আল-নাসর অধ্যায়ের ইতি টানতে চলেছেন? সৌদি ক্লাবটির হয়ে ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এসে তিনি দুই মৌসুম খেলেছেন। তবে এবার তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
গতকাল ৩-২ গোলে আল-ফাতেহর কাছে হারলেও রোনালদো ম্যাচে নিজের ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোল এবং আল-নাসরের হয়ে ৯৯তম গোল করেন। সৌদি প্রো লিগে তিনি এবারের মৌসুমে সর্বোচ্চ ২৪ গোল করেন।
ফিফার ঘোষিত বিশেষ ট্রান্সফার উইন্ডোতে ক্লাব বিশ্বকাপকে কেন্দ্র করে বড় কোনো ক্লাবে যাওয়ার জল্পনাও রয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৩২ দলের ক্লাব বিশ্বকাপে রোনালদোকে অন্তর্ভুক্ত করতে কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। যদিও আল-নাসর এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না, তবে সম্ভাবনা জিইয়ে রেখেছে তার এই রহস্যঘেরা বার্তা।
একদিকে রোনালদোর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস বা স্পোর্টিং লিসবন; অন্যদিকে ক্লাব বিশ্বকাপের উত্তাপ—সব মিলিয়ে রোনালদোর ভবিষ্যৎ এখন ফুটবল দুনিয়ার আলোচনার কেন্দ্রে। “গল্পটা এখনো লেখা হচ্ছে”—এই বাক্য যেন নতুন এক যাত্রারই ইঙ্গিত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















