ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ থাকা সত্ত্বেও অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটছে না। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে রবিবারের প্রিমিয়ার লিগ ম্যাচে (৩-০ হারে) ৩২ বছর বয়সী মার্তিনেজকে স্কোয়াডে রাখেনি ভিলা।
ম্যাচ শেষে দলের কোচ উনাই এমেরি স্কাই স্পোর্টসকে বলেন, “আমাদের এমি মার্তিনেজকে নিয়ে পরিস্থিতি মীমাংসা করতে হবে। বিষয়টি আমরা সমাধান করব।”
এ মৌসুমে প্রিমিয়ার লিগে ভিলার শুরুটা খুবই হতাশাজনক। তিন ম্যাচ শেষে তারা এখনো জয়শূন্য—দুটি হেরেছে, একটি ড্র করেছে। শুধু তাই নয়, ইংল্যান্ডের শীর্ষ চার বিভাগের মধ্যে একমাত্র দল হিসেবে লিগে এখনো পর্যন্ত একটি গোলও করতে পারেনি তারা।
অন্যদিকে, গোলরক্ষকের সমস্যার দ্রুত সমাধান খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড। মার্তিনেজ ছাড়াও রয়্যাল অ্যান্টওয়ার্পের তরুণ বেলজিয়ান গোলকিপার সেনে লামেন্সের সঙ্গেও আলোচনা করছে তারা। ২৩ বছর বয়সী লামেন্স ইউনাইটেডে যোগ দিতে আগ্রহী এবং শেষ দুই ম্যাচে অ্যান্টওয়ার্প তাঁকে স্কোয়াডে রাখেনি। তবে অভিজ্ঞতায় তিনি অনেক পিছিয়ে। বিপরীতে মার্তিনেজ শুধু বিশ্বকাপজয়ীই নন, বরং দু’বার ফিফা বর্ষসেরা গোলকিপারও হয়েছেন।
শনিবার বার্নলির বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর ইউনাইটেড কোচ রুবেন আমোরিম বলেন, “এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার হওয়া সত্যিই কঠিন।”
সূত্র জানাচ্ছে, ইউনাইটেড একজনই গোলরক্ষক দলে ভেড়াবে। গ্রীষ্মের শুরুতে তারা মার্তিনেজকে ধারে নেওয়ার চেষ্টা করেছিল, তবে তখন ভিলা সেই প্রস্তাবে সাড়া দেয়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















