এবার সর্বোচ্চ ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। এতোদিন বিশ্বে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড ছিল ইংল্যান্ডের সাবেক ফুটবলার পিটার শিলটনের। এবার তার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা যে ভেঙে দিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও ডেইভসন লোপেজ।
সাবেক ইংলিশ ফুটবলার সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। তবে শিলটন ১ হাজার ৩৮৭টি ম্যাচ খেলেছেন নাকি ১ হাজার ৩৯০টি ম্যাচ খেলেছেন, তা নিয়ে ছিল আলোচনা। গত মঙ্গলবার (১৯ আগস্ট) শিলটনের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও। এ দিন ক্যারিয়ারের ১ হাজার ৩৯১তম ম্যাচটি খেলেছেন ফ্যাবিও ডেইভসন লোপেজ।
ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স নিশ্চিত করেছে এই তথ্য। মঙ্গলবার কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে নেমেছিলেন ৪৪ বছর বয়সী এই গোলরক্ষক। আমেরিকা ডি কালির বিপক্ষে এ ম্যাচ ফ্লুমিনেন্স জিতেছে ২-০ ব্যবধানে। পেশাদার ফুটবলে ফ্যাবিও ডেইভসন লোপেজের অভিষেক হয় ১৯৯৭ সালে। তার ২৮ বছরের পুরো ক্যারিয়ারই ছিল ব্রাজিলে। সেখানে পাঁচটি ক্লাবের হয়ে তিনি খেলে ফেলেছেন ১ হাজার ৩৯১টি ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















