সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে মাঠের লড়াই ছাড়াও নানা নাটকীয়তা দেখা যাচ্ছে। ম্যাচে হঠাৎ ভেন্যু পরিবর্তন, দুই অর্ধে আলাদা মাঠে খেলা এবং এবার শাস্তির মুখে পড়লেন দুই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে বড় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের মোসাম্মৎ সাগরিকা ও নেপালের ডিফেন্ডার সিমরান।
ঘটনাটি ঘটেছে ম্যাচের ৫৪তম মিনিটে। মাঠে উত্তপ্ত পরিস্থিতির মাঝে দুই ফুটবলারই রেফারির চোখে অপরাধী হিসেবে চিহ্নিত হন। ফলস্বরূপ, সাফ কর্তৃপক্ষ দু’জনকেই তিন ম্যাচ নিষিদ্ধ করেছে। শুধু নিষেধাজ্ঞা নয়, সঙ্গে ৫০০ ডলার করে জরিমানাও ধার্য করা হয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যার বরাবর এ সংক্রান্ত চিঠি পৌঁছেছে। বাফুফে এই সিদ্ধান্তে কিছুটা হতাশ হলেও আপিল করার পরিকল্পনা থেকে সরে এসেছে, কারণ আপিলের জন্য অতিরিক্ত অর্থ জমা দিতে হয়। মূলত বাফুফেকেই জরিমানার অর্থ পরিশোধ করতে হবে, যদিও টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে সাফ থেকে আর্থিক অনুদান পাওয়া যাচ্ছে।
আজ ভুটানের বিপক্ষে সাগরিকা মাঠে থাকছেন না। একইভাবে শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি খেলবেন না। তবে ২১ জুলাই নেপালের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন সাগরিকা, যা টুর্নামেন্টের অলিখিত ফাইনাল হয়ে উঠতে পারে। সিমরানই ঘটনার সূত্রপাত করলেও দু’জনের সমান শাস্তি নিয়েই প্রশ্ন তুলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











