ফুটবল বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। এত বড় আয়োজনে সবকিছু নিখুঁত হওয়ার কথা, কিন্তু একটি ভুল বোঝাবুঝি পুরো ফুটবল জগতেই হাস্যরস ও বিব্রত তৈরি করে। আর সেই ভুলের জন্যই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
শুক্রবারের ড্র অনুষ্ঠানে ঘটে ঘটনাটি। ভুল করে স্কালোনিকে বিশ্বকাপ ট্রফি ধরতে গ্লাভস পরতে বলা হয়। অথচ চ্যাম্পিয়ন কোচ হিসেবে তার খালি হাতে সোনালি ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। বিষয়টি আয়োজকদের ভুল সিদ্ধান্তের ফলেই ঘটে। শনিবার সূচি প্রকাশের মঞ্চে তাই স্কালোনিকে ডেকে নিয়ে ক্ষমা চান ইনফান্তিনো এবং তাকে গ্লাভস ছাড়া ট্রফি ধরতে অনুরোধ জানান।
মূলত ড্র চলাকালে আয়োজকদের কয়েকজন স্কালোনিকে চিনতেই পারেননি। অদ্ভুত এই পরিস্থিতিতে নিজেও হতবাক হয়ে যান আর্জেন্টাইন কোচ। পরে তিনি জানান, কর্মকর্তারা জানতেনই না তিনি কে।
ক্ষমা চাওয়ার সময় ইনফান্তিনো বলেন, ফিফার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি জানতাম না। এরপর স্কালোনির হাতে ট্রফি তুলে দিয়ে যোগ করেন, অবশ্যই বিশ্বচ্যাম্পিয়নরা ট্রফি ছুঁতে পারবেন। আমি সত্যিই জানতাম না।
হাসতে হাসতে ইনফান্তিনো আরও বলেন, কী ভয়াবহ ভুল। ব্যাপারটা হচ্ছে, যখন আপনি বিশ্বচ্যাম্পিয়ন, তখন আপনাকে দিনে দিনে আরও কম বয়সী দেখায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















