তিন বছর আগ এই ইউরোতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকেসেন। মাঠ ছেড়েছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এবার আরও একটা ইউরো, মাঠে ফিরেই গোল পেলেন। যদিও স্লোভেনিয়ার সাথে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ড্যানিশদের।
স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় ম্যাচের ১৭তম মিনিটেই এরিকসেনের গোলে লিড নেয় ডেনমার্ক। বিরতির পর ৭৭তম মিনিটে এরিক জানজার গোলে সমতায় ফেরে স্লোভেনিয়া।
১২ জুন ২০২১ ফুটবল ভক্তদের নিশ্চয়ই মনে আছে। ফিনল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার বেঁচে থাকা নিয়েই তৈরি হয়েছিলো সংশয়। পরবর্তীতে আর ফুটবলে কখনও ফিরতে পারবেন কিনা তা নিয়েও বড় প্রশ্ন তৈরি হয়েছিলো। সেই এরিকসেনই ইউরোতে দেশের হয়ে খেলতে নেমেই প্রথম গোল করলেন। তবে জয় পেলো না তার দেশ।
চলতি বছরের ইউরাতে প্রথম পাঁচ ম্যাচেই জয়-পরাজয় নির্ধারণ হয়েছে। ৫ম ম্যাচ পর ষষ্ঠ ম্যাচে ড্র দেখলেন দর্শকরা।
কাগজে-কলমে শক্তিশালী ডেনমার্ক শুরু থেকেই স্লোভেনিয়াকে চেপে ধরেছিলো। পজিশন বদলে বার বার আক্রমণে যাচ্ছিলেন এরিকসেন। ফলে তাকে আটকাতে সমস্যা হচ্ছিলো প্রতিপক্ষের রক্ষণের।
১৭তম মিনিটে ইউন্ডের পাস থেকে বল ধরে ডানপ্রান্ত দিয়ে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দেন এরিকসেন। প্রথমার্ধে ডেনমার্ক ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো কিন্তু তাদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান স্লোভেনিয়ার গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে চিত্র কিছুটা বদলায়। স্লোভেনিয়া বেশ কয়েকবার বিপজ্জনকভাবে ডেনমার্কের রক্ষণে ঢুকে পড়লেও গোলরক্ষক ক্যাসপার স্কিমিশেল বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে দেননি।
৭৭তম মিনিটে স্কিমিশেলের আর কিছু করার ছিলো না। বক্সের বাইরে থেকে এরিক ইয়ানজার জোরালো শট ডেনমার্কের রক্ষণের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদল করায় ক্যাসপার স্কিমিশেল শুধু বলের দিকে তাকিয়ে ছিলেন।
সমতায় ফেরার পর এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো স্লোভেনিয়া। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচটি শেষ হয়। সি গ্রুপে এই দুই দল ছাড়াও আছে গত আসরের ফাইনালিস্ট ইংল্যান্ড ও শক্তিশালী সার্বিয়া।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















