এশিয়ান কাপের বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে জয়টাই ছিল দরকার। তবু ফিফা র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়েও খুশি বাংলাদেশ দল ও মাঠে থাকা প্রবাসী দর্শকরা। শেষ বাঁশি বাজার পরপরই সেই আনন্দে মেতে ওঠে হংকং স্টেডিয়ামের গ্যালারি।
ম্যাচ শেষে টিম বাসে ওঠার সময় মিডফিল্ডার হামজাকে ঘিরে ধরেন প্রবাসীরা। কেউ কেউ তাকে কাঁধে তুলে উল্লাসে নাচতে থাকেন। চারপাশে এক সুরে ভেসে আসে—“হামজা ভাই! জিন্দাবাদ!” মুহূর্তেই সেই দৃশ্য ফুটে ওঠে খাঁটি ফুটবল উন্মাদনার প্রতিচ্ছবি হয়ে।
অভিষেকের পর থেকেই জাতীয় দলের নিয়মিত মুখ হামজা। মাঠে তার পরিশ্রম, নেতৃত্ব আর আগ্রাসী খেলার ধরন ইতিমধ্যেই ছুঁয়ে গেছে সমর্থকদের হৃদয়। আগের হোম ম্যাচে হংকংয়ের বিপক্ষে তার নিখুঁত ফ্রি কিকেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ, যা দীর্ঘ সময় জয় এনে দেওয়ার আশা জাগিয়েছিল।
অ্যাওয়ে ম্যাচেও ছিলেন দলের প্রাণভোমরা। আক্রমণ থেকে রক্ষণ—বল যেদিকে গিয়েছে, হামজাকে সেদিকেই দেখা গেছে। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৫ ম্যাচে ২ গোল ও এক অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার। তবে তার প্রভাব কেবল মাঠে নয়—তার আগমনে যেন বাংলাদেশের ফুটবলপ্রীতি আরও এক ধাপ উঁচুতে উঠেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











