গতকাল ছিল বাংলাদেশ ফুটবলের জন্য স্মরণীয় এক রাত । দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারানোর সেই জয় উদযাপন করেছে পুরো দেশ। তবে আনন্দঘন এই মুহূর্তের পরদিনই দলকে বিদায় জানাতে হলো জয়ের অন্যতম নায়ক হামজা চৌধুরীকে। বুধবার সকালেই তিনি ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন।
ফিফা উইন্ডোতে লেস্টার সিটি থেকে বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন হামজা। উইন্ডো শেষ হওয়ায় দ্রুত ক্লাবে ফিরতে হচ্ছে তাকে। তাই বাংলাদেশের জার্সিতে তাকে আবার দেখতে চাইলে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আগামী ৩১ মার্চ পর্যন্ত, সেদিন সিঙ্গাপুরের মাঠে নামবে বাংলাদেশ।
হামজা ইংল্যান্ডে ফিরলেও কিছুদিন বাংলাদেশেই থাকছেন দলের আরেক নায়ক শমিত সোম। কানাডিয়ান লিগে এখন বিরতি থাকায় সুযোগ পেয়েছেন পরিবার-আত্মীয়দের সঙ্গে সময় কাটানোর। সে কারণেই আজ সকালে সিলেটের পথে রওনা হয়েছেন তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়ান আহমেদ আগামীকাল বৃহস্পতিবার বাবার সঙ্গে ঢাকা ছাড়বেন।
এদিকে সকালে টিম হোটেল ছেড়ে দিয়েছেন স্থানীয় ফুটবলাররাও। তারা এখন নিজেদের ক্লাবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কারণ বিশ্রামের সময় নেই। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















