একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে বিপর্যস্ত ম্যানচেস্টার সিটি। তবে রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে দলটি। নিজেদের মাঠের খেলায় এএফসি বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে। আর্লিং হালান্ড জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেন নিকো ও রেইলি। বোর্নমাউথের হয়ে ব্যবধান কমান টাইলের অ্যাডামস।
স্কোরশিটের ব্যবধানে সহজ জয় মনে হলেও ম্যানসিটির জন্য মোটেও তেমন ছিল না। বিশেষ করে অ্যাডামসের গোল ম্যানসিটিকে শঙ্কায় ফেলে দিয়েছিল। হালান্ড ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরপরই অ্যাডামস গোল করে সমতায় ফেরান। বিরতির আগেই হালান্ড গোল করে আবার দলকে এগিয়ে নেন। বিরতির পর ম্যানসিটি আরও এক গোল করে দলের জয় নিশ্চিত করে।
এই হারের ফলে বোর্নমাউথ সেই লজ্জার রেকর্ড ধরে রাখলো। ইত্তিহাদ থেকে তারা কখনো একটা পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই হার সত্ত্বেও পয়েন্ট টেবিলে ভালো একটা অবস্থান ধরে রেখেছে। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৮। এক পয়েন্ট বেশি নিয়ে ম্যানচেস্টার সিটি রয়েছে তৃতীয় স্থানে। আর আর্সেনাল ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে নেতৃত্ব দিচ্ছে।
শুধু ম্যানচেস্টার সিটি নয়, লিভারপুলকে দৌড়ের ওপর রেখেছে বোর্নমাউথ। লিভারপুলেরও পয়েন্ট ১৮। তবে তার গোল পার্থক্যে তৃতীয় স্থানে রয়েছে। সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল বর্তমানে যে অবস্থানে রয়েছে তাতে করে যে কোনো সময় তাদেরকে বোর্নমাউথ টপকে যেতে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















