হালান্ডের বিনয়ী মন্তব্য : মেসি-রোনালদো এখনো আমার নাগালের বাইরে
ম্যানচেস্টার সিটির গোল মেশিন তিনি। একের পর এক গোল করে চলেছেন আর্লিং হালান্ড । তার গোল সংখ্যার কারণে কেউ কেউ তাকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করছেন। কিন্তু হালান্ড নিজে সে দলে নন। তার মতে, মেসি ও রোনালদো থেকে তিনি অনেক দূরে রয়েছেন , যা হালান্ডের বিনয়ী মন্তব্য ।
হালান্ড এ মৌসুমে এ পর্যন্ত ১৩ ম্যাচে ১৭ গোল করেছেন। প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা ১০ ম্যাচে ১৩। তার ক্যারিয়ার গড় গোলের সংখ্যা মেসি ও রোনালদোর গড়ের খুবই কাছাকাছি রয়েছে। ২০২৩ সালের ব্যালন ডি অর জয়ের দৌড়ে তিনি মেসির কাছে হেরে যান। হালান্ড বলেন, আমি তাদের কাছে নই, অনেক দূরে দাঁড়িয়ে। তারা এতটাই দূরে এবং এতটাই ভালো অবস্থানে যে, তাদের কাছে কেউ যেতে পারবে না।
বয়স মাত্র ২৫, এরই মধ্যে হালান্ড কিছু রেকর্ড নিজের করেছে। ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক মৌসুমে ৩৬ গোল করে অভিষেকে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়েছে। এ মৌসুমে নতুন রেকর্ড গড়ার পথে রয়েছেন। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড অ্যালান শিয়ারের। ২৬০ গোল তার। হালান্ড তার থেকে অনেক পেছনে। মাত্র ৯৮ গোল তার। ফলে এ রেকর্ড এখনো অনেক দূরে। তবে যেভাবে তিনি সেদিকে এগুচ্ছেন কয়েক মৌসুমেই তিনি তা টপকে যাবেন। এ সম্পর্কে হালান্ড বলেন, আমি রেকর্ড সম্পর্কে জানি। অন্য কোনো রেকর্ড সম্পর্কে আমি তেমন কিছু জানি না। তবে এটি সম্পর্কে জানি। অ্যালান শিয়েরারের এই রেকর্ড আমি ভাঙ্গতে চাই। তবে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ দলকে জয় পেতে সহায়তা করা। এটাই আমার কাজ। আর এ কাজেই আমি মনোযোগী হতে চাই।
ম্যানচেস্টার সিটিতে হালান্ডের এটি চতুর্থ মৌসুম। ২০২২ সালে তিনি বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











