৩৩ হাজার জনসংখ্যা ও ৬১ বর্গকিলোমিটারের দেশ সান মারিনো। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের একদম তলানির দল তাঁরাই (২১০) । তাঁদের ১৪০ ম্যাচ জয়হীন থাকার রেকর্ডের ধারের কাছেও নেই অন্য কোনো দেশ। গতকাল (বৃহস্পতিবার) রাতে উয়েফা নেশন্স লীগে নিজেদের ঘরের মাঠে লিখটেনস্টানকে ১-০ গোলে হারিয়ে অবশেষে জয়ের মুখ দেখলো দলটি।
তাঁরা সর্বশেষ জয় পেয়েছিলো ২০০৪ সালের ২৮শে এপ্রিল। অবশেষে ২০ বছর পর জিতল তারা। যা দিনের হিসাবে ৭ হাজার ৩৭৭ দিন পর।
ইতালির মাঝখানে অবস্থিত সান মারিনো নামের ছোট দেশটি নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম কোনো প্রতিযোগিতামূলক আসরে জয় পেলো। সর্বশেষ ২০০৪ সালে এই লিখটেনস্টাইনের বিপক্ষেই জিতেছিল সান মারিনো। সেই ম্যাচেরও ফল ছিল ১-০। অবশ্য তা ছিল প্রীতি ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















