অর্থ সংকটে তাইওয়ান যেতে পারছে না হকি দল

হকি টুর্নামেন্টে বাংলাদেশ খেলার সুযোগ পায় খুবই কম। তাইওয়ান থেকে ৮ জাতির টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ পেলেও টাকার অভাবে দলকে পাঠাতে পারছে না বাংলাদেশ হকি ফেডারেশন।

নিজেদের আর্থিক সংকটের কথা জানিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক মনিমুল হক বলেন, ‘ফেডারেশনের কোনো ফান্ড নেই। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি। আমার একটা বিল হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। ওটা হলে হয়তো পাঠাতে পারি। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। মনে হয় না দল পাঠাতে পারব।’

যে খেলা এক সময় ছিল তুমুল জনপ্রিয় সাম্প্রতিক সময়ে সেই হকির প্রতিটি আসরেই লেগে আছে টাকার সংকট। ক্যাম্প শুরুর পরও থেকে যায়, বিদেশের টুর্নামেন্টে অংশ নিতে পারা না পারার দোলাচল। যার বড় উদাহরণ সবশেষ জুনিয়র এএইচএফ কাপ।

Exit mobile version