ক্লাব কাপ হাকিতে শক্তিশালী উষা ক্রীড়া চক্রকে গোলবন্যায় ভাসালো শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড। মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে উষাকে ৬-২ গোলে হারিয়ে এ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠলে আবাহনী। সেখানে তাদের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
হারলেও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিতে পা রেখেছে ঊষা।
প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। খেলার তৃতীয় কোয়ার্টারের ৩১তম মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী (১-০)।
এরপর ৩৫তম মিনিটে আবাহনীর বিদেশি খেলোয়াড় আব্রাহাম বেলিমঙ্গার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)।
৩৭তম মিনিটে যুবরাজ বাল্মিকীর ফিল্ড গোলে ব্যবধান ৩-০ তে এগিয়ে নেয় আবাহনী।
৪০তম মিনিটে মাহবুব হোসেনের ফিল্ড গোলে ব্যবধান ৩-১ এ নামিয়ে আনে ঊষা।
৪৩তম মিনিটে পিসি থেকে গোল করে আবাহনীকে আরো এগিয়ে দেন আশরাফুল ইসলাম (৪-১)।
খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৪৮তম মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় ঊষা। গোল করেন মাহবুব হোসেন (৪-২)।
৫১তম মিনিটে আবাহনী আব্রাহাম দলের পক্ষে পঞ্চম এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন (৫-২)।
৫৫তম মিনিটে পিসি থেকে ম্যাচের সবশেষ গোলটি করেন আবাহনীর ডিফেন্ডার ফরহার আহমেদ শিতুল (৬-২)।