মাত্র ৪০০ রুপির দৈনিক ভাতা প্রস্তাব করে পাকিস্তান স্পোর্টস বোর্ড (পিএসবি) যেন হকি খেলোয়াড়দের ত্যাগ ও আত্মনিবেদনকে অবমূল্যায়ন করেছে—এমনটাই মনে করছেন জাতীয় দলের সদস্যরা। বৃহস্পতিবার তারা প্রকাশ্যে তীব্র অসন্তোষ জানিয়ে বলেন, একজন সাধারণ শ্রমিকের মজুরিও এর চেয়ে বেশি।
এক সিনিয়র খেলোয়াড় ক্ষোভ ঝেড়ে বলেন, “৪০০ রুপি দেওয়া আসলে আমাদের ক্ষতের ওপর লবণ ছিটানোর মতো। আমরা চাকরির নিরাপত্তাহীনতায় ভুগি, ভাতা এলেও দেরি হয় প্রায়ই। এখন আবার এই অল্প টাকার প্রস্তাব সত্যিই অপমানজনক।”
খেলোয়াড়দের অভিযোগ, অনেকেই অর্থকষ্টে আছেন, পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আরেকজন বলেন, “দেশের জন্য খেলাই আমাদের গর্ব। কিন্তু ৪০০ রুপি শুনলে মন ভেঙে যায়। এভাবে চলতে থাকলে হকি ছেড়ে দেওয়াই একমাত্র পথ হয়ে দাঁড়াবে।”
অন্যদিকে পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সেক্রেটারি রানা মুজাহিদ জানান, এই প্রস্তাব এসেছে পিএসবির পক্ষ থেকে। তিনি স্পষ্ট করে বলেন, “ফেডারেশন খেলোয়াড়দের আগেই প্রতিদিন ১০০ ডলার (২৮ হাজার ৩৮১ রুপি) ভাতা দিয়ে আসছে। যদি সেটাতেই খেলোয়াড়রা খুশি না হন, তবে মাত্র ৪০০ রুপিতে খেলবেন কীভাবে? এ সিদ্ধান্ত একেবারেই বাস্তবসম্মত নয়।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















