চীনের দাজহু শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ দল। ম্যাচটিতে ৬-৩ ব্যবধানে পরাজিত হলেও, পাকিস্তানের বিপক্ষে যে লড়াই বাংলাদেশ করেছে, তা দারুণ প্রশংসনীয়।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই পাকিস্তান এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে ১-৩ গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্ত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দীন ইসলাম একটি ও ইসমাইল হোসেনের জোড়া গোলে সমতায় ফেরে দলটি। ফলে হাফটাইমে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।
তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান আরও এক গোল করে আবারও লিড নেয়। কিন্তু বাংলাদেশ তাদের পেছনে ফেলতে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, যদিও সেগুলো কাজে লাগানো যায়নি। শেষ কোয়ার্টারে পাকিস্তান আরও দুই গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় এবং ম্যাচ জয়ের পথ নিশ্চিত করে।
এক সময়ের বিশ্ব হকির রাজা পাকিস্তান। যদিও এখন আগের সেই সোনালী দিন নেই, তবু বয়সভিত্তিক বা সিনিয়র পর্যায়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তেমন উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা ছিল না। সেই প্রেক্ষাপটে এই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স যথেষ্ট সাহসী ও আশাব্যঞ্জক।
এই হারে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া না হলেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। পাকিস্তান-চীন ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে বাংলাদেশের সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী। তবে জাপানের বিপক্ষে লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি।
