পাকিস্তান হকি দলকে ভিসা দিবে ভারত

চলতি বছরের আগস্টে এশিয়া কাপ হকি ও নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণের বিষয়ে সবুজ সংকেত দিয়ে ভারত সরকার।

যদিও গত ০১ জুলাই ভারতীয় হকি ফেডারেশনের শীর্ষস্থানীয় এক কর্মকর্ত জানিয়েছিলেন, পাকিস্তানকে অনুমতি দেয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন ধরনের সম্ভাবনাই তিনি দেখছেন না।

এরপরই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নির্দিষ্ট কোন একটি দেশকে ভিসা না দেয়ার বিষয়টি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন মেনে নেবে না। শুধু তাই নয় সুনির্দিষ্ট কারণ ছাড়া পাকিস্তানকে ভিসা না দিলে বিশ্ব হকিতে নিষেধাজ্ঞার মতো পরিস্থিতিতে পড়তে পারে ভারতীয় হকি ফেডারেশন।

এদিকে, আগামী এক যুগের মধ্যে কমনওয়েলথ গেমস ও অলিম্পিক গেমস আয়োজনের যে পরিকল্পনা নিয়ে ভারত এগুচ্ছে তাতে বিশ্ব ক্রীড়াঙ্গনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে সেসব বিষয় মাথায় রেখেই পাকিস্তান হকি দলকে নির্বিঘ্নে অংশগ্রহণের অনুমতি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ হকি বিহারের রাজগিরে অনুষ্ঠিত হবে। আর ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর হকি জুনিয়র বিশ্বকাপ হবে তামিলনাড়ুর মাদুরাইতে।

অলিম্পিক চার্টারে বলা হয়েছে, খেলাধুলায় রাজনীতে নিয়ে আসা যাবে না। অর্থাৎ রাজনৈতিক কারণে এমন কোন সিদ্ধান্ত নেয়া যাবে না যা খেলার মাঠে প্রভাব রাখে। ফলে ভারত সরকার যদি এই দুই টুর্নামেন্টে পাকিস্তানকে অনুমতি না দেয় তখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির শাস্তির মুখে পড়বে ভারত।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। এর রেশ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিলো। এর পরই ভারতের মাটিতে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি খেলাধুলায়ও মুখোমুখি না হওয়ার দাবী ওঠে।

Exit mobile version