জয় দিয়ে ক্লাব কাপ হকি প্রতিযোগিতা-২০২৪’ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ও শেষ খেলায় বাংলাদেশ পুলিশ ক্লাবকে ১-৫ গোলের ব্যবধানে হারায় শহিদুল্লাহ টিটুর শিষ্যরা।
মোহামেডানের পক্ষে ডিফেন্ডার আমিরুল ইসলাম জোড়া গোল করেন। এছাড়া দ্বীন ইসলাম ইমন, শফিউল আলম শিশির এবং আশরাফুল আলম একটি করে গোল করেন। পুলিশের হয়ে আহসান হাবীব এক গোল শোধ দেন।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘এ’-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে মোহামেডান। আর টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ পুলিশ। এর আগে দলটি নিজেদের প্রথম ম্যাচে মেরিনার্স ইয়াংয়ের কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়।
আজ খেলার সপ্তম মিনিটে দ্বীন ইসলাম ইমনের ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান (১-০)। ১১তম মিনিটে পিসি থেকে গোল করে দলকে সমতায় ফেরান পুলিশের হাবীব (১-১)। সমতায় থেকে প্রথম কোয়ার্টার শেষ করে দু’দল। দ্বিতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য।
তৃতীয় কোয়ার্টারে গিয়ে আবারো গোলমুখ খোলে মোহামেডান। ৩৪তম মিনিটে পিসি থেকে ব্যবধান বাড়িয়ে নেন আমিরুল (২-১)। ৩৯তম মিনিটে আশরাফুল আলমের ফিল্ড গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। এরপর শফিউল আলম শিশিরের ৪১তম মিনিটে দুর্দান্ত ফিল্ড গোলে মোহামেডান এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।
খেলার ৪৯তম মিনিটে গিয়ে সবশেষ গোলটি করেন আমিরুল। পিসি থেকে গোল করে মোহামেডানকে ৫-১ গোলের ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা।