প্রাণ ফিরছে দেশের হকিতে

আজ শুরু ক্লাব কাপ হকি

ক্লাব কাপ টুর্নামেন্ট দিয়ে প্রায় ২৭ মাস পর মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামের টার্ফে গড়াচ্ছে ঘরোয়া হকি। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল ক্লাব কাপ। এবারের ক্লাব কাপ হকি টুর্নামেন্টে খেলছে ছয়টি দল- ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, ঊষা ক্রীড়া চক্র, অ্যাজাক্স এসসি ও বাংলাদেশ পুলিশ।  

‘এ’ গ্রুপে মোহামেডান, মেরিনার ইয়াংস ক্লাব ও বাংলাদেশ পুলিশ এবং ‘বি’ গ্রুপে আবাহনী, অ্যাজাক্স ও উষা ক্রীড়া চক্র।

আজ বিকাল ৪টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ও অ্যাজাক্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ক্লাব কাপ টুর্নামেন্টের খেলা।

বিকাল ৬ টায় মেরিনার ইয়াংস ক্লাব ও পুলিশের ম্যাচের আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি।

২০২১ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর আর খেলার সুযোগ হয়নি শীর্ষ খেলোয়াড়দের। মাঝে ২০২২ সালের অক্টোবর-নভেম্বর মাসে ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও সেটা ছিলো ব্যতিক্রম। দেশের শীর্ষ ক্লাবগুলো নিয়ে যে আয়োজনগুলো হয়ে থাকে সেগুলো ফাইলবন্দি ছিল দুই বছরের অধিক সময়। অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে শুরু হচ্ছে ঘরোয়া হকি।

Exit mobile version