বাংলাদেশের যুব হকি দলের সৌজন্যে বিশ্ব হকি অঙ্গনে প্রথমবারের মতো পা রাখার সুযোগ পেয়েছে বাংলাদেশের হকি। সেই দলের খেলোয়াড়রা আনন্দে আর উচ্ছ্বাসে ভাসবেন এমনটাই স্বাভাবিক। কিন্তু সাফজয়ী নারী ফুটবল দলের আর্থিক পুরস্কারের সঙ্গে যদি তুলনা করলে চিত্রটা হতাশার। যেখানে খেলোয়াড় প্রতি বরাদ্দা ২৪ হাজার টাকারও কম।
ওমানের মাসকাটে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান অধিকার করেছে বাংলাদেশ। সেরা ছয়ে থেকে খেলা শেষ করার সুবাদে আগামী বছর অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। বুধবার থাইল্যান্ডকে হারিয়ে পঞ্চম স্থান অধিকার করা দলটি বৃহষ্পতিবার সকালে দেশে পৌঁছায়। বিমানবন্দর থেকে তাদের বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
খেলোয়াড়, কর্মকর্তা ও কোচদের সেখানে গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। দেওয়া হয় আর্থিক পুরস্কার। কিন্তু সাফল্যের তুলনায় পুরস্কারের পরিমাণটা একটা বেমানান মনে হওয়াটাই স্বাভাবিক। অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খলোয়াড়দের বরণ করে নিয়ে পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন। অর্থাৎ খেলোয়াড় প্রতি পুরস্কার পেয়েছেন মাত্র ২৪ হাজার টাকা। প্রকৃত অর্থে টাকার পরিমাণ ২৩ হাজার ৮০৯ টাকা।
আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ যেন ভালো করতে পারে তার জন্য পর্যাপ্ত খেলার ব্যবস্থা করা হবে বলে জানান ফেডারেশন সভাপতি। সামনে বিজয় দিবস হকি টুর্নামেন্ট, পাশাপাশি লিগ আয়োজনের চেষ্টা থাকবে বলে জানান তিনি। দীর্ঘ মেয়াদী ক্যাম্প করার ব্যবস্থার কথাও জানান ফেডারেশন সভাপতি।
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ২৪টি দল অংশ নেবে। সেখানে ইউরোপের দলগুলোর বিপক্ষেও খেলতে হবে বাংলাদেশকে। সে কারণে আগেভাগে ইউরোপের দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ফেডারেশেন প্রধান।