পাকিস্তানের কাছে টানা দুই পরাজয় বিশ্বকাপ হকিতে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের!

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় পাকিস্তানের কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ। এই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশ জাতীয় হকি দলের বিশ্বকাপ বাছাইপর্বে খেলার আশা।

বিশ্বকাপ হকি

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় পাকিস্তানের কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ। এই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশ জাতীয় হকি দলের বিশ্বকাপ বাছাইপর্বে খেলার আশা। সিরিজের প্রথম ম্যাচেও বড় ব্যবধানে (৮-২) হেরেছিল লাল–সবুজের প্রতিনিধিরা। ফলে রোববারের শেষ ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা।

পাকিস্তান দুই ম্যাচ জিতেই নিশ্চিত করেছে ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্বে তাদের অংশগ্রহণ। আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে এ বাছাইপর্ব।

শুরু থেকেই দাপুটে ছিল পাকিস্তান। প্রথম কোয়ার্টারে ১-০, দ্বিতীয়তে ৪-০ এবং তৃতীয় কোয়ার্টারে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ কোয়ার্টারে আর তিন গোল যোগ করে ৮-০ তে ব্যবধান দাঁড় করায় অতিথিরা।

পাকিস্তানের হয়ে ম্যাচসেরা সুফিয়ান খান দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ওয়াহিদ আশরাফ করেন দুটি ফিল্ড গোল, সঙ্গে আরও একটি গোল যোগ করেন তিনি। শহিদ হান্নান, আফরাজ ও অধিনায়ক আহম্মাদ শাকিল বাটও একটি করে গোল করেন।

বাংলাদেশেও গোলের সুযোগ এসেছিল কয়েকবার। কিন্তু দুর্বল ফিনিশিংয়ে সেসব কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ম্যাচ শেষে বাংলাদেশ দলের ওবায়দুল হাসান বলেন, “পরিকল্পনা মতো খেলতে পারিনি। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। তবে পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে খেলে অনেক কিছু শিখেছি।”

অন্যদিকে ম্যাচসেরা সুফিয়ান খান বলেন, “লক্ষ্য ছিল সিরিজ জেতা ও বাছাইপর্বে জায়গা নিশ্চিত করা–আমরা তা অর্জন করেছি।”

এই দলে আছে বাংলাদেশের জুনিয়র বিশ্বকাপে যাওয়া সাতজন খেলোয়াড়। পাকিস্তানের বিপক্ষে এই কঠিন সিরিজ তাদের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলে আশা দলের খেলোয়াড়দের। আগামী ১৬ তারিখ বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে সম্মান রক্ষার লড়াইয়েই নামবে।

Exit mobile version