অনূর্ধ্ব-২১ যুব হকি দলের সুবাদে বাংলাদেশ প্রথমবারের মতো হকির বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। এই সাফল্যের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খেলোয়াড়দেরকে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেবে। হকি দল দেশে ফেরার একদিন পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ ঘোষণা দিল।
বাংলাদেশ হকি দল যুব এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান অধিকার করে। টুর্নামেন্ট শেষে গতকাল বৃহস্পতিবার তারা দেশে ফেরে। বিমানবন্দর থেকে তারা সরাসরি বিমান বাহিনীর ফ্যালকন হলে যায়। সেখানে তাদের হকি ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ফেডারেশন সভাপতি তাদের জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা আসতে পারে। প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বিসিবি হকি দলকে পুরস্কৃত করার কথা ভাবছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে পুরস্কারের ঘোষনা আসতে পারে।