শেষ মুহূর্তের ব্যর্থতায় ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দল

চীনের দাজহু শহরে চলমান অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে হতাশাজনকভাবে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ বালক দল। সেমিফাইনালে জাপানের বিপক্ষে শুরুটা দুর্দান্ত হলেও শেষ কোয়ার্টারে সব ভেঙে পড়ে। ম্যাচে ৩-২ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত হারে ৫-৩ ব্যবধানে।

প্রথম কোয়ার্টারেই দুই গোল করে এগিয়ে যায় লাল-সবুজের যুবারা। দ্বিতীয় কোয়ার্টারে আরও এক গোল করলেও জাপানও শোধ করে দেয় দুই গোল। ফলে প্রথমার্ধে স্কোরলাইন দাঁড়ায় ৩-২।

তৃতীয় কোয়ার্টার গোলশূন্য গেলেও শেষ কোয়ার্টারে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জাপান। তারা একে একে তিনটি গোল করে ম্যাচ নিজেদের করে নেয়। এতে ফাইনালের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

এদিকে মেয়েদের দলও নিজেদের সুপার ফোরের ম্যাচে ড্র করেছে কাজাখস্তানের বিপক্ষে। ৫৯ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে প্রতিপক্ষ পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরায়।

কাজাখস্তান ৮ মিনিটে প্রথমে এগিয়ে গেলেও বাংলাদেশের হয়ে ৩০ ও ৩৩ মিনিটে গোল করেন তিশা ও রিমন শারিকা।

নারী দলের এটি অভিষেক আসর হলেও তারা খেলবে তৃতীয় স্থানের জন্য। রোববার তাদের প্রতিপক্ষ আবারও কাজাখস্তান। বালক দল মুখোমুখি হবে মালয়েশিয়ার সঙ্গে।

আগেও যুব এশিয়া কাপে রানার্সআপ হয়েছিল বালক দল, এবার সান্ত্বনার জয় দিয়ে শেষ করাই তাদের লক্ষ্য। নারী দলের সামনে ইতিহাস গড়ার সুযোগ—প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিয়েই পদক জয়ের সম্ভাবনা তৈরি করেছে তারা।

Exit mobile version