হকিতে নেদারল্যান্ডসের ইতিহাস

অলিম্পিকের ইতিহাসে প্রথম কোন দেশ হিসেবে নারী ও পুরুষ উভয় ইভেন্টের হকিতে একই আসরে স্বর্ণ জিতলো নেদারল্যান্ডস। তারচেয়ে মজার তথ্য হলো পুরুষ দলে ছিলেন প্রেমিক থিস ফন ডামা ও নারী দলে ছিলেন প্রেমিকা পিয়েন স্যান্ডার্স।

চীনের বিপক্ষে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে পিছিয়ে পড়ে নেদারল্যান্ডসের মেয়েরা। শেষ মুহুর্তের গোলে সমতায় ফেরে তারা। পরে পেনাল্টি শ্যুটআউটে জয় পায় ৩-১ গোলে। অলিম্পিকে ডাচ মেয়েদের এটি টানা দ্বিতীয় স্বর্ণ।

এর আগে পুরুষ হকির ফাইনালে একইভাবে জয় পায় নেদারল্যান্ডস পুরুষ হকি দল। জার্মানির বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকে ৩-১ গোলে জয় পায় নেদারল্যান্ডস।

Exit mobile version