দীর্ঘ ২৭ মাস পর ক্লাব কাপ দিয়ে মাঠে গড়িয়েছে ঘরোয়া হকি। উদ্বোধনী দিনে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাব। ১২টি ক্লাবের মধ্যে লিগের জন্য দল-বদলে অংশ নিয়েছে ১০টি ক্লাব। এর মধ্যে ক্লাব কাপে অংশ নিয়েছে ছয় ক্লাব।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আবাহনী ৫-১ গোলে অ্যাজাক্সকে এবং বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ২-০ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করেছে।
মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে, বিকাল চারটায় উদ্বোধনী ম্যাচে আবাহনী লিমিটেড মুখোমুখি হয় অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবের। প্রথমার্ধেই তারা ৪-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর আরও এক গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। একটি করে গোল আসে মেহেদী, ওবায়দুল ও ফরহাদের স্টিক থেকে।
সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া দ্বিতীয় ম্যাচে মেরিনারের পক্ষে প্রথম দুই কোয়ার্টারে একটি করে গোল করেন ১০ নং জার্সিধারী কৌশিক। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
দুই ম্যাচের মধ্যে ম্যাচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন (এমপি)। কথা বলেছেন গণমাধ্যমের সাথেও। সেখানেই মন্ত্রী হকি নিয়ে তাঁর আশাবাদ শুনিয়েছেন।
দায়ীত্বগ্রহণের পর ফেডারেশনগুলোর সাথে বসেছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী। হকি ফেডারেশন একটি ইনেডোর টার্ফের দাবী জানিয়েছিলো। মন্ত্রী জানালেন, টার্ফ স্থাপনের বিষয়টি সম্ভব নয় শুনলেও এখন সেটি বাস্তাবায়নযোগ্য মনে হয়েছে বলে জানান নাজমুল হাসান।
দেশে ২৭ মাস ঘরোয়া হকি ছিল না। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে হয়েছিল, সেটিও হয়েছিলো ৪০ মাস পর।